আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৩০

যশোরে আওয়ামী লীগ কর্মীকে হাতুড়িপেটা

স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে বজলুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগকর্মিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষরা। রোববার রাতে আহত রজলুর রহমানের বাড়ির পাশে ঘটনাটি ঘটে। আহত বজলুর রহমান ওই গ্রামের মৃত শামছুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সোবহানুল আলম (বাবু) জানান, দলীয় কোন্দল নিয়ে একই গ্রামের সন্ত্রাসী কবির গ্রুপের সাথে আহত বজলুর রহমানের পূর্বশত্রুতা ছিলো। এই শত্রুতার কারণে রোববার রাত ৯টার দিকে বাড়ির পাশে রাস্তার ওপর দাড়িয়ে ছিলেণ বজলু। এসময় একই গ্রামের কবির, শিপন, জুলকার, আজগার, বিপুলসহ ১০/১২ জন এসে ধরে পাশে নিয়ে যায়। এসময় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। আহত বজলুর চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আহতকে উদ্ধার করে ওই রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রহিম বলেন, আহত বজলুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। পরীক্ষা করতে দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে তার বর্তমান অবস্থা জানাযাবে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেছেন, ঘটনা শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত