আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:২৪

যশোরে আক্রান্ত-উপসর্গে ৭ জনের মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ১৪৩ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালটিতে আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গে দুইজন মারা গেছেন।

এছাড়া চিকিৎসাধীন আছেন ৯৭ জন। তাদের মধ্যে রেড জোনে ৬২, ইয়েলো জোনে ১৫ জন এবং এইসিইউ ও এইচডিইউতে রয়েছেন ২০ জন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৪০১। মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৮৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৯২ জন।

আরো সংবাদ