আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৭

যশোরে আজ ৬৩ জনের করোনা সনাক্ত

মুনতাসির মামুন ।। রোববার যশোরে  আরো ৬৩  জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিন যবিপ্রবি থেকে আসা ২শ’৫  নমনুার ফলাফলে ৬৩জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ২৩ জনই সদরের  বাসিন্দা। এছাড়া ঝিকরগাছা উপজেলার ১৬,  অভয়নগরের ১৪, কেশবপুরের ৩, শার্শার ৩,চৌগাছার ২, মণিরামপুরের ১ ও বাঘারপাড়ার ১ । বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা ১৬২২  পৌছেছে। এ ছাড়া সুস্থ্য হয়েছেন ৮৫৫ জন। মৃতের সংখ্যা ২৩ । আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

আরো সংবাদ