আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:২৫

যশোরে আরও ৪৬ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ

যশোরে আরো ৪৬ জনের নমুনা করোনা পজেটিভ হয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।

জানা যায়, সোমবার যবিপ্রবির ল্যাবে যশোরের ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৪৬টি নমুনা পজেটিভ হয়। এছাড়া এদিন মাগুরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

সবমিলে সোমবার যবিপ্রবির ল্যাবে ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজিটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার।

আরো সংবাদ