আজ - রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৩

যশোরে ছুরিকাঘাতে আলাউদ্দিন কলু নামে যুবক খুন

যশোরে আলাউদ্দিন কলু নামে এক যুবককে খুন করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার মোল্লাপাড়া শহরের লিচুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে স্থানীরা। নিহত ছেলেটির নাম হচ্ছে আলাউদ্দিন। তার বাসা যশোর আরবপুর শহরতলী। তার পিতার নাম শুকুর আলী।

জানা যায়, শহরের মোল্লাপাড়া লিচুতলা এলাকায় স্থানীয় ওই যুবকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। এসময় তারা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক আতে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, আলাউদ্দিনকে কয়েক যুবক মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) শেখ আবু হেনা মিলন বলেন, কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। খুব শীগ্রই জরিতদের আটক করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত