আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫১

যশোরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাচ্ছেন কারা?

চৌগাছার ১১ টি ইউনিয়নে…

  • পুনরায় নৌকা প্রতিক পেয়েছেন তিন (০৩) জন
  • চার (০৪) জন নৌকা প্রতিকের চেয়ারম্যান দলীয় প্রতিকে মনোনিত হননি।
  • দলীয় প্রতিক পেয়ে পরাজিত কাউকেই মনোনিত করেনি মনোনয়ন বোর্ড।

দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোর জেলার চৌগাছা উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট নেয়া হবে।

শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

১১ টি ইউনিয়নের মধ্যে পুনরায় নৌকা প্রতিক পেয়েছেন তিন (০৩) জন। তারা হলেন, ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, জগদিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তবিবুর রহমান খান এবং পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অবায়দুল ইসলাম সবুজ।

উপজেলায় মোট আট টি ইউনিয়নে নতুন প্রার্থী নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন, সিংহঝুলি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান রেন্দু, ধুলিয়ানী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী এসএম আব্দুস সবুর, চৌগাছা ইউনিয়নে আওয়ামলীগ নেতা আবুল কাশেম,পাতিবিলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবীর, স্বরুপদাহ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, নারায়নপুর ইউনিয়নে উপজেলা মৎসজীবী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সুখপুকুরিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি।

গত চৌগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনিত ৪ জন প্রার্থী দলীয় প্রতিক পেয়ে পরাজিত হন। তাদের মধ্যে কেউই এবার মনোনয়ন পাননি।

এছাড়াও চৌগাছা, সিংহঝুলি, স্বরুপদাহ এবং নারায়নপুর ইউনিয়নে বর্তমান নৌকা প্রতিকের চেয়ারম্যানদেরকে মনোনিত করেনি মনোনয়ন বোর্ড।

লক্ষনীয় দলের ১১ জন মনোনিত প্রার্থীর মধ্যে ৮ জন উপজেলা আওয়ামীলীগের পদধারী নেতা। যাদের কয়েকজনের ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এছাড়াও বাকি ১ জন উপজেলা আওয়ামী মৎসজীবীলীগ নেতা, ২ জন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী।

আরো সংবাদ