আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০১

যশোরে ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার, ৬টি ইজিবাইকসহ আসামীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

যশোরে ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার সহ তাদের জিম্মা থেকে চোরাইকৃত ৬ টি ইজিবাইকসহ আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিবির তরফ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রায়হান (২০), পিতা- ইমান আলী সরদার, সাং-রামনগর ধোপাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও সাদ্দাম সরদার (২৭), পিতা- মোঃ সাহিদুল সরদার, সাং- উলা সরদারপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

ডিবির ওসি ডিবি রুপন কুমার সরকার জানান,
যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিবির এলআইসি টিম তদন্তে নামে। ইতোপূর্বে ৪ ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই ইজিবাইকসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেন। তারই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে কোতয়ালী মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের এক ইজিবাইক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপাড়া সাকিনে অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার ও সিতারামপুর থেকে ১টি প্রাইভেটকার জব্দ করে তাকে নিয়ে খুলনার ডুমুরিয়া থানার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামের আরেক সদস্যকে গ্রেফতার করে তার জিম্মা থেকে আরো ৫টি চোরাই ইজিবাইকসহ জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত প্রাইভেকার যোগে ভিন্ন ভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি ও ছিনতাই করে থাকে বলে স্বীকার করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত