আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৮

যশোরে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার।

যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ বাঙালিকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এসময় দুর্বৃত্তরা ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেয়। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক জিয়াউল হক জানান, ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগ রয়েছে। এবং ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরো বৃদ্ধি পায়। বিগত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে বেলা দেড়টারদিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই ঘটনায় সাথে জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রেস ক্লাব যশোরের নেতৃবৃন্দ। প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, ‘যে দুজন সাংবাদিককে লাঞ্চিত করা হয়েছে; তারা পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝিকরগাছাতে গেছিলেন। সেখানে দুবৃর্ত্ত চক্র তাদের উপর হামলা করে।

একই সাথে ক্যামেরা ভাংচুর ও তাদের আটকে রাখে। আমরা মনে করি, ৫ আগস্টে যে গণঅভ্যুস্থান হলো, তার মূল লক্ষ ছিলো বাকস্বাধীনতা ও দুনীর্তিমৃক্ত সমাজ ব্যবস্থা গড়া। গত সরকারের সময়ের দাপটশালী কর্মকর্তা এখনো তারা প্রভাবশালী, সেই শক্তিগুলো এখনো সচল। পটপরিবর্তন হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি পরিবর্তন হয়নি; এটা তার উদাহরণ। আমরা এই ঘটনায় নিন্দা জানাচ্ছি। একই সাথে এই ঘটনা যারা ঘটিয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত