আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:২৬

যশোরে উঠতি বয়সী বেপরোয়া ছেলের গাড়িচাপায় নিহত এক আহত পাচঁ

এসআই ফারদিনঃ যশোরে গাড়ী চালানো শিখতে গিয়ে এক তরুনের মাইক্রোবাসের চাপায় পথচারী-রিকশাচালকসহ পাঁচজন পথচারী আহত ও ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় হরেন দাস (৫০) নামের একজন নিহত এবং চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের এসপির বাংলোর সামনে এ ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬ টা নাগাদ যশোর শহরের আরবপুর হইতে পুলিশলাইন পর্যন্ত ঐ তরুন প্রাইভেট কার ড্রাইভিং শেখার সময় বেপরোয়া ভাবে কোন কারন ছাড়াই ৫ জনের শরীরের উপর চলন্ত গাড়ি উঠিয়ে দেয়। এঘটনায় উক্ত সড়কের বিভিন্ন জায়গায় ৫ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মারা যায়। নিহত হরেন দাস শহরের পালবাড়ি এলাকার মৃত পলিন দাসের ছেলে।

অন্যদিকে আহতরা হলেন- শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা নূর ইসলামের ছেলে রিকশাচালক আলামিন (৩০), পুলিশ লাইন স্কুলপাড়া এলাকার অমরেশের ছেলে হিমেল (৮), একই এলাকার মাজেদুল হাসান (২৬), শহরের কারবালা রোড এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মামুন হোসেন (৪০) ও চালক পুলিশ লাইন এলাকার ব্যবসায়ী জহির হাসানের ছেলে জাবির হাসানও (১৭) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পথচারী, রিকশাচালক ও শিশুসহ পাঁচজনকে চাপা দিয়ে আহত করেন। পরে একটি গাড়িকে ধাক্কা দিয়ে মাইক্রো চালকও আহত হন। স্থানীয় লোকজন মাইক্রো চালকসহ ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পথে হরেন দাসের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শহীদ জানান, মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরো সংবাদ