আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৬

যশোরে একদিনে ১৪৮ জনের করোনা শনাক্ত

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত দুই জনের ‍মৃত্যু হয়েছে। একই সময়ে যশোরে করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। শনাক্তের হার ২৩.৯ শতাংশ। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত দুই জনের বয়স ৭৫ বছর। তারা হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন। রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯৪ জন ও ইয়েলো জোনে ৪২ জন।  

এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬১৯টি নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো সংবাদ