আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:২৫

যশোরে এক কেজি গাঁজাসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সাহার বানু গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা নাহার বানুকে যশোর আদালতে সোপর্দ করেছে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার লাউভাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর কবরস্থান পাড়া রেললাইনের উত্তর পাশে গোলাম নবীর স্ত্রী। চাঁচড়া ফাঁড়ির এএসআই নূও মোহাম্মদ সেলিম জানান, রোববার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া বিএডিসি ভবনের সামনে থেকে সাহার বানুকে গ্রেফতার করে। পরে তার দখল হতে এক কেজি গাঁজা উদ্ধার করে।এ ঘটনায় রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা সাহার বানুকে আদালতে সোপর্দ করে।

আরো সংবাদ