আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০০

যশোরে এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদন্ড

যশোর জেলার চৌগাছায় এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তজিবর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ( জেলা ও দায়রা জজ) নীলুফার শিরিন এ দন্ডাদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত তজিবর রহমান (৫০) চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা।
যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি)  মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুন বিকেলে  চৌগাছা উপজেলার ফকিরাবাদ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান কালুর  মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী শর্মিলা প্রতিবেশী তৈমুর  হোসেন খানের আম বাগানে আম কুড়াতে যায়।সন্ধ্যা পার হয়ে রাতেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে (শর্মিলা)  খোঁজাখুঁজি শুরু করে। ২৬ জুন সন্ধ্যায় তারা জানতে পারেন পাশ্ববর্তী হাকিমপুর গ্রামের জামান মৃধার আম বাগানে পচা গলা একটি মরদেহ পড়ে আছে। স্বজনরা সেখানে গিয়ে শর্মিলার মরদেহ সনাক্ত করেন। এ ঘটনায় নিহত শিশু শর্মিলার পিতা হাফিজুর রহমান কালু বাদি হয়ে ২৭ জুন চৌগাছা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায়  গ্রেফতার তজিবর রহমান শিশু শর্মিলাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি তজিবর রহমানের বিরুদ্ধে ওই বছরের ৬ সেপ্টেম্বর চার্জশীট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ  শেষে একমাত্র আসামি  দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তজিবর রহমানকে মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন।
রায়  ঘোষনার সময় আসামি তজিবর আদালতে উপস্থিত ছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত