সারাদেশের সাথে একযোগে আগামী ৫ জুন যশোরে দুই ক্যাটাগরিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে অবহিত করতে আজ দুপুরে যশোর ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলার সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।
জেলায় আগামী ৬ জুন ৮টি স্থায়ী ও ২ হাজার ২৮০টি ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১২ মাস বয়সী ৩৭ হাজার ৩৯৪ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৭ হাজার ৫২২শিশুকে একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।