আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৯

যশোরে এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন

সারাদেশের সাথে একযোগে আগামী ৫ জুন যশোরে দুই ক্যাটাগরিতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে অবহিত করতে আজ দুপুরে যশোর ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।  

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলার সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

জেলায় আগামী ৬ জুন ৮টি স্থায়ী ও ২ হাজার ২৮০টি ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১২ মাস বয়সী ৩৭ হাজার ৩৯৪ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৭ হাজার ৫২২শিশুকে একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত