প্রকাশিত : » ২৭ আগস্ট ২০২২, সময়: » ৫:৪৯ অপরাহ্ণ, পঠিত: » 786 views
আজ যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে রূপদিয়া রণক্ষেত্রে পরিণত হয়। কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে সকাল দশটায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শেষে রূপদিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে বেশ কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদের গাড়ি ভাংচুর হয়। এ ঘটনায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আতঙ্কে রূপদিয়া বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিরোধ গড়লে বাজার ফাঁকা হয়ে যায়।
নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, বিএনপির নেতামর্কীরা তার উপর আক্রমণ করেছে। তবে বিএনপি নেতারা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে করে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।