আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৪৯

যশোরে কবর খুঁড়ে মিলল ৫ অস্ত্র ও ৭২ রাউন্ড গুলি


স্টাফ রিপোর্টার।। যশোরে অস্ত্র চোরাকারবারীদের স্বীকারোক্তি মোতাবেক কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে আটক চোরাকারবারী সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজীর (৪৫) বাড়ির পারিবারিক কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হক ও তার ছেলে হালিম গাজীকে আটক করে পুলিশ। পরে স্বীকারোক্তি মোতাবেক তাদের প্রাচীর দিয়ে ঘেরা পারিবারিক কবরস্থানের গেট খুলে ভেতরে ঢুকে মাটি খুঁড়ে পাঁচটি বিদেশি আগ্রেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো – একটি বিদেশি নাইন এমএম মডেলের পিস্তল, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫মডেলের পিস্তল, একটি ওয়ান শুটারগান ও দুইটি পাইপগান।

গ্রামের স্থানীয়রা জানান, কুয়াদা এলাকায় বিএনপি জামায়াতের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী জামাতের রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন সময়ে নাশকতা মূলক কর্মকাণ্ডে অস্ত্রগুলো ব্যবহার করত তাঁরা। ওই অস্ত্র তারা ভাড়াও খাটায়। উঠতি সন্ত্রাসীরা এই অস্ত্র ব্যবহার করে অপরাধমূলক কাজ করে।

পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী শেখ আরও বলেন, ‘আটক বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাকারবারীর সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত