আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২১

যশোরে করোনা সহ সকল রোগে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিলেন যুবলীগ নেতা জুয়েল।

মুনতাসির মামুন।। যশোর জেলার অভ্যন্তরে করোনায় আক্রান্ত হয়ে বা অন্য যে কোন কারনে মৃত ব্যক্তিদের দাফনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল৷ মহিলা ও পুরুষ উভয় ব্যক্তির শবদেহ দাফনের জন্য ইতিমধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন মহিলার সমন্বয়ে গঠন করেছেন একটি সুশৃঙ্খল টিম৷ চালু করেছেন হটলাইনও। 01725 33 52 55 এই নাম্বারে ফোন করলেই পৌঁছে যাবে জুয়েলের মানবিক টিম।

এ প্রসঙ্গে জুয়েল বলেন, প্রত্যেক মানুষ’ই যথাযোগ্য মর্যাদায় সমাহিত হওয়ার অধিকার রাখেন। যশোর জেলার অভ্যন্তরে কেউ মারা গেলে ( করোনা ব্যতীত অন্য কারণে হলেও) মৃতের গোসল এবং দাফন করার জন্য আমি সহ আমার ১৫ জন করোনাযোদ্ধা প্রস্তুত আছি। কোথাও দাফনকার্যে লোক না পাওয়া গেলে আমাকে জানাবেন, আমার যোদ্ধারা সেখানে হাজির হয়ে যাবে। আমার এই বীর যোদ্ধাদের তালিকায় আছেন ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা। প্রতিটি দাফনের সময় আমার প্রত্যেক সহযোদ্ধার সর্বোচ্চ ব্যাক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারবো বলে আশা করছি। এত ঝুঁকিপূর্ণ কাজ কেউ অর্থের জন্যে করে না, এই মুহুর্তে এটি পৃথিবীর মহৎ কাজগুলোর মধ্যে অন্যতম। এই কাজের সাথে যুক্ত থাকলে তারা অন্য কোনো কাজ করতে পারবে না। তাদের পরিবারের ভরণপোষণের ভার আমার একার পক্ষে বেশিদিন নেয়া সম্ভব হবে না। তাছাড়া প্রতিটি দাফন কাজে পিপিই এবং তাদের যাতায়াত বাবদ বড় অঙ্কের একটি খরচ হিসাবে ধরে রেখেছি। সেক্ষেত্রে, স্বচ্ছল কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে পুরো দাফন খরচ বহন করতে অনুরোধ করবো। আর যদি কারো সামর্থ্য না থাকে তবে, তার দাফন খরচ আমিই বহন করবো।আমি আমার চারপাশের বিত্তশালী মানুষদের আহবান করছি, আমার এই নির্ভীক যোদ্ধাদের ভরণপোষণের দায়িত্ব নেয়ার জন্যে যদি কেউ এগিয়ে আসতেন তবে পুরো যশোরবাসী আপনার বা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত