আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:২৪

যশোরে কালেক্টরেট থেকে এএসপি পরিচয় দানকারী আটক!

যশোর শহরের কালেক্টরেট চত্বর থেকে রাকেশ ঘোষ নামে পুলিশের এ এস পি পরিচয়দানকারি এক প্রতারককে আটক করেছে।

আটক রাকেশ চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেনের পিলুখান সড়কের জনৈক শেফালির বাড়ির ভাড়াটিয়া। দীর্ঘদিন ধরে রাকেশ পুলিশের এ এস পি পরিচয় দিয়ে শহর ও শহরতলীতে নীরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল।

কোতয়ালি মডেল থানার এস আই শাহিদুজ্জামান জানান, রাকেশ শহরের খড়কির কামরুলের স্ত্রী শারমিনকে প্রায় উত্যক্ত করতো। বিভিন্ন সময় মোবাইল করে আপত্তিকর কথাবার্তা বলতো। কয়েকবার নিষেধ করেও রাকেশ শোনেনি।

আরোও পড়ুন : যশোরে শাহারুল ইসলামের বিরূদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল।

কামরুল এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। এস আই শাহিদুল বৃহস্পতিবার বিকেলে ফোন করে পরিচয় জানতে চাইলে রাকেশ নিজেকে আইজিপির প্রটোকল অফিসার পরিচয় দিয়ে শাহিদুলের চাকরি খেয়ে ফেলার হুমকি দেয়।

এঘটনায় এস আই শাহিদুলের সন্দেহ হলে তিনি পুলিশ হেড কোয়াটারে খোঁজ নিয়ে জানতে পারেন এ নামে পুলিশের কোন এ এস পি নেই। এরপর রাকেশকে কালেক্টরেট চত্বর থেকে আটক করা হয়।

খানজাহান আলী 24/7 নিউজ / শাহিন আলম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত