ভাড়া নিয়ে ঘুরতে যাওয়ার নামে রিকশা ছিনতাই করার সময় এক দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার (যশোর-মণিরামপুর সড়কের) কুয়াদা বাজারে।
আটক দম্পতি হলো, যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ (২৪) এবং তার স্ত্রী বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম (২১)। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেতে গুঙরাণীর শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে দেখেন একজন ব্যক্তি কাতরাচ্ছে এবং একজন নারী ও পুরুষ তাকে মারপিট করছে। তার কাছ থেকে রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। লোকজন ওই নারী ও পুরুষকে ধরে কুয়াদা বাজারে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজন জানতে পারে ওই দুইজন দম্পতি এবং রিকশা চালকের নাম মিজানুর রহমান।
রিকশাচালক মিজানুর জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় রিকশা ভাড়া নেন। তারা শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। আরবপুরে গিয়ে একটি দোকান থেকে জুস নেন এবং তাকেও খাওয়ায়। ওই জুস খেয়ে তিনি অচেতন হওয়ার উপক্রম হন। কুয়াদা বাজারে যাওয়ার সময় একটি শ্মশানের পাশে নিয়ে যায়। সেখানে পৌছায়ে রিকসা থামিয়ে একটি চাকু দিয়ে ভয় দেখায় এবং রিকসা কেড়ে নেয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে।
এদিকে, খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং পারভেজকে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নম্বরে কল দিলে কোতয়ালি থানায় পুলিশ সেখানে পৌছে ওই দম্পতিকে আটক করে। আর রিকসা চালক মিজানুরকে উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এই বিষয়ে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।