আজ - সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৪৩

যশোরে গতকাল সন্ধায় যুবকের কাছ থেকে টাকা ছিনতায়।

যশোরে সন্ধ্যারাতে এক যুবককে ধরে মাথা ফাটিয়ে নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ছয়টায় শহরের পুরাতন কসবায় পুলিশ সুপারের বাসভবনের অদুরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।আহত নেওয়াজ আহমেদ ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

নেওয়াজ জানান, তিনি পুলিশ সুপারের বাসভবনের মুল গেটের অদুরে আয়শা সরদারের বাড়ির পাশের গলিতে দাড়িয়েছিলেন। এমন সময় একই এলাকার কালার দুই ছেলে জসিম, রনি ও একই এলাকার রকি তাকে এসে বলে কি আছে বের কর। এই বলে চাকু বের করে। পরে তার কাছে থাকা ১২শ’ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে মোবাইলও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে তার মাথায় জিআইপাইপ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে আসলে হুমকি ধামকি দিয়ে চম্পট দেয় জসিম,রনি, রকিসহ অন্যরা ।

নেওয়াজ আহমেদের বাবা নূর মোজাম্মদ জানান, তার ছেলে এম.এম কলেজে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তার ছেলে কারও সাথে তেমনে মেশে না। অপরাধীরাও তাকে চেনে না। মুলত নেওয়াজকে সাধারণ শিক্ষার্থী ভেবে ছিনতাই এর চেষ্টা করে অভিযুক্তরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, পুরাতন কসবার পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তবে, আহত নেওয়াজ আশঙ্কামুক্ত।

এ বিষয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আনিছ রাত ১০ টা ৪৭ মিনিটে গ্রামের কাগজকে বলেন, তিনি এখন ঘটনাস্থলে রয়েছেন। ভিকটিমের বাবার সাথে কথা বলছেন। এখনি কিছু বলা যাচ্ছেনা।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নেয় চক্রটি ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত