আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩১

যশোরে গলায় ওড়না পেচিয়ে স্ত্রীর আত্মহত্যা

যশোরে শহরের ঘোপ বুড়ির বাগান এলাকায় রবিবার দিবাগত রাতে স্বামীকে ঘরে আটকে স্ত্রী আত্মহত্যা করেছে। নিহত শারমিন ঘোপ এলাকার সোহাগ হোসেনের স্ত্রী। পুলিশের তদন্তেও এমটিই তথ্য মিলেছে। । সোমবার ভোরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, মাসখানেক আগে ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বসবাস করেন। তারা নব দম্পত্তি। পাশের ঘরের একজন সোহাগের ঘরের বাড়ান্দায় শারমিনের গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। চিৎকারে ঘরের ভেতরে থাকা সোহাগের ঘুম ভেঙে যায়। সোহাগ বাইরে বের হতে গেলেই দেখে তার ঘরের দরজায় বাইরে থেকে সিটকিনি দেয়া। এসময় স্থানীয়রা ৯৯৯ নাম্বালে কল করলে তাৎক্ষনিক পুলিশ আসে। পরে তারা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একই সাথে সোহাগকেও হেফাজতে নেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শারমিন আত্মহত্যা করেছে। সোহাগের সাথে শারমিনের প্রেমের সম্পর্ক ছিলো। অল্প কয়েকদিন হয়েছে তারা বিয়ে করেছেন। কিন্তু তাদের পরিবার এ বিয়ে স্বাভাবিক ভবে নেয়নি। এসব বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিলো। তার জেরেই স্বামী সোহাগ ঘুমিয়ে গেলে সে ঘরের বাইরে থেকে সিটকিনি আটকে দিয়ে বারান্দায় যেয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সোহাগকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে ।

আরো সংবাদ