আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:১৮

যশোরে গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক”

শাহারিয়ার হুসাইন: বেনাপোল সীমান্তের একটি গোয়াল ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে ট্যাপে প্যাঁচানো ৫টি পুটলায় ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে। এবং উক্ত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান।

আরো সংবাদ