আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৪১

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের অভয়নগরে উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার ভোরে এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই নারী অভয়নগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। আজ বিকেলে তার অভিযোগটি মামলা রুজু করা হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, ওই নারীর আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ছিলেন দুই সন্তানের জননী ওই নারী। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক তাকে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে অস্ত্র দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি তাকে ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দেন। পরে তিনি কৌশলে থানায় এসে অভিযোগ করেন।

আরো সংবাদ