আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৫৪

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া সেনা সদস্য আটক

যশোরে গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে স্বপন কুমার দাস  ছদ্মনাম সেনা সদস্য মামুন  সুমন ঘোষ (৩২) নামে এক ভুয়া সেনা সদস্য আটক হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলার কেশবপুর সাগরদাঁড়ি মাইকেল মধুসুধন পার্কের সামনে অভিযান চালিয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁকে আটক করেন।

আটক স্বপন কুমার দাস  ছদ্মনাম সেনা সদস্য মামুন  সুমন ঘোষ জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভোলানাথ দাসের ছেলে। সে দীর্ঘ দিন ধরে জেলার মনিরামপুর উপজেলার নাদড়া কালারহাট এলাকায় অবস্থান করে নিজেকে সেনাবাহিনীর পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে আসছিলো।

গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চাকু, একজোড়া সিটি গোল্ডের চুরি, ১ ভরি ৩ আনা স্বর্ণের অলংকার, ছিনতাইকৃত একটি মোবাইল, নগদ ২১ হাজার ৭০০ টাকাও জব্দ করেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটক স্বপন কুমার দাস @ ছদ্মনাম সেনা সদস্য মামুন @ সুমন ঘোষ প্রথমে বিভিন্ন নারীর মোবাইলফোন নাম্বার সংগ্রহ  করতেন। এরপর মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারীর সঙ্গে পরিচয় হতেন। তারপর তাদেরকে সুবিধা মত জায়গায় ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে টাকাপয়সা মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতেন।

সর্বশেষ২১ ফেব্রুয়ারী ২০২২ তারিখ ও ১৪ মার্চ ২০২২ তারিখে এই প্রতারক নিজেকে সেনা সদস্যের পরিচয় দিয়ে অভয়নগরের শিউলী রানী দাস ও ঝিকরগাছার পপি বেগম দ্বয়কে মোবাইল ফোনে সেনা বাহিনীর সদস্য মিথ্যে পরিচয় দিয়ে বসুন্দিয়া ও রুপদিয়া এলাকায় দেখা করতে বলেন। ভিকটিমরা সেখানে আসলে স্বর্নালংকার ও নগদ টাকা ছিনতাই করে মটরসাইকেল যোগে পালিয়ে যায়। ভুক্তভোগীদ্বয় আমাকে অভিযোগ করলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। একপর্যায়ে উর্দ্ধতন কর্মকর্তারা প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আমি গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলামকে ওই প্রতারককে গ্রেফতারের নির্দেশ দেয়। একপর্যায়ে বুধবার দুপুরে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, মহিলা এএসআই ইপি বালা, এএসআই গৌরাঙ্গ, এএসআই আমিরুলদের নেতৃত্বে একটি চৌকশ টিম প্রেমের জালে ফেলে এ ভুয়া সেনা সদস্যকে আটক করতে সক্ষম হন। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত