আজ - বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৭

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। যশোরের শার্শা থানা এলাকায় ১১ ডিসেম্বর (শনিবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. আসাদুজ্জামান (২৫) ও মো. সাইদুর রহমান (২২)। তাঁদের কাছ থেকে উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

যশোর জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শার্শা থানার হরিশচন্দ্রপুরে ১১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত