আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪৩

যশোরে চাকুসহ তিন যুবককে আটক করেছে পুলিশ

যশোরে চাকুসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় ঝুমঝুমপুর লিচুতলা ব্রিজ এলাকা থেতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়ার মুনছুর আলীর ছেলে মিরাজ হোসেন ওরফে সজীব , তরফ নওয়াপাড়া গ্রামের আবু সাঈদ বিশ্বাসের ছেলে আসাদুল্লাহ বিশ্বাস ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তানিম আহমেদ শান্ত। এসময় আটক মিরাজের কাছথেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

এসআই  শরিফুল ইসলাম জানান, ৩ আগষ্ট রাত এগারোটার পর সংবাদ আসে ঝুমঝুমপুরে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে ও এলাকায় ত্রাস সৃষ্টি করে জনগনের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তার নেতৃত্বে একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তারা স্বীকার করেন বিভিন্ন অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরো সংবাদ