আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫২

যশোরে চুরি যাওয়া ৪ বছরের শিশু উদ্ধার, নারী আটক

যশোর শহরের শেখহাটি এলাকায় বাড়ির পাশে খেলার সময় নাইমুল হাসান তাসফিয়ান (৪) নামে এক শিশুকে চুরি করে নেওয়ার পর তাকে উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

আজ রোববার ভোররাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, গতকাল শনিবার বিকাল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলার সময় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে চুরি করা হয়।

পরে পুলিশকে সংবাদ দিলে ভোররাত সাড়ে ১২টায় শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। সেসময় আমেনা বেগম (২৫) নামে একজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত নাইমুল হাসান তাসফিয়ান (৪) শেখহাটি তমালতলা এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে।

তাসফিয়ানের বাবা আকিদ হাসান শিমুল ডেইলি স্টারকে বলেন, ‘আটক আমেনা বেগম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। তিনি যশোর শহরের বারান্দিপাড়ায় ভাড়া থাকেন।’

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি নিখোঁজ হলে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করেন। পরে বকচর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার ও আমেনা বেগম নামে এক নারীকে আটক করা হয়।’

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত