আজ - বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:২৫

যশোরে চুলার আ,গুনে পুড়ে শিশুর প্রান গেলো।

অসাবধানতাবশত চুলার আগুনের মধ্যে পড়ে গিয়ে সাড়ে চার বছরের শিশু পুত্র রাজনের করুন মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজন ওই গ্রামের মিলন হোসেনের পুত্র।

নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন বলেন,বাড়ির উঠানে বড় চুলায় আমরা ধান সিদ্ধ করছিলাম এ সময় কিছু দূরে আর একটা চুলার পাশের রাজন খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ অসাবধানতাবশত বড় চুলার মধ্যে রাজন পড়ে যায় এ সময় তার শরীর দগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রাজন মারা যায়।নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত