আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৬

যশোরে ছাত্রাবাস থেকে এম এম কলেজ ছাত্রের লাশ উদ্ধার

যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে একটি ছাত্রাবাস থেকে শুদিপ্ত বিশ্বাস (২৬) নামে মাস্টার্স শেষ বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রাবাসের জানালা ভেঙে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে   মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুদিপ্ত বিশ্বাস মাগুরা জেলা সদরের কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও তিনি যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান , খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রুমের ভেতরে আসবাবপত্র এলোমেলো অন্যপাশে মৃতদেহ পরে ছিলো। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, দুইতলা ভবনের পুরোটাতেই ছাত্ররা থাকে। সকালে নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলে রুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । পরে তারা বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর পিবিআই, ডিবি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা হত্যা না আত্মহত্যা তার রহস্য উৎঘাটনে কাজ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত