আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:৫২

যশোরে ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন।

যশোরে বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত স্কুলের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ৭ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ইউসুফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল সংলগ্ন রাস্তার পাশে মানববন্ধন করেছে।

মানববন্ধনে দোষী শিক্ষক ইউসুফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।একই সাথে শিক্ষকের পৈচাশিক কর্মকান্ড নিয়ে নোংরা রাজনীতি বন্ধের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনের একাংশ

মানববন্ধনের একাংশ

অভিযুক্ত শিক্ষক ইউসুফ হোসেন কে আজ বেলা ১ টার দিকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে আনার পরপরই শিক্ষার্থীরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

প্রসঙ্গত, গতকাল স্কুলে পরিক্ষা চলাকালে আঁখি খাতুন নামে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে শিক্ষক ইউসুফ। ঘটনা জানাননি হলে শিক্ষক ইউসুফ গণরোষের শিকার হন এসময় তাঁকে উদ্ধার করতে আসলে একই স্কুলের ইংরেজি শিক্ষক জাহাঙ্গীর হোসেন উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের এস আই মনির হোসেন ইউসুফ কে আটক করে আজ দুপুরে আদালতে প্রেরন করেছেন। জাহাঙ্গীর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষন চেষ্টার ঘটনাটি ধাপাচাপা দিতে স্থানীয় যুবলীগের এক কথিত নেতা শাহিদুজ্জামান শহীদ নানা টালবাহানা করছে বলে অভিযোগ করা হয়েছে মানববন্ধন থেকে। একই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর হোসেনের গণপিটুনি কে উদ্দেশ্যে প্রণোদিত হামলা আখ্যা দিয়ে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারের সদস্য সহ তাঁদের পক্ষে বিচার পেতে সহায়তাকারীদের মামলায় ফাঁসানোর পায়তারা চালাচ্ছেন।

খানজাহান আলী 24/7 নিউজ / বিশেষ প্রতিনিধি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত