আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৮

যশোরে ছিন্নমূল মানুষের শীতের দুর্ভোগ শুরু

হাসিবুল ইসলাম শান্ত : ঘন কুয়াশা আর শিশিরের সঙ্গে হিমেল হাওয়ায় শীত এসে গেছে যশোরে । এতে ছিন্নমূল ও গরিব মানুষে দুর্ভোগও শুরু হয়েছে।সোমবার থেকে শুরু হওয়া কুয়াশা মঙ্গলবার ভোর থেকে আরও তীব্র হয়েছে। কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও ঝাপসা হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১২ টা পর্যন্ত ঘন কুয়শায় ঢাকা ছিল যশোরের জনপদ। আঞ্চলিক ও মহাসড়কে যানবাহনগুলো সকালেও হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। “আজ (মঙ্গলবার) ভোর থেকে ঘন কুয়াশা। বৃষ্টির মতো শিশির ঝরে পড়ছে। শীতের তীব্রতাও অনেক বেড়েছে। গরিব ও ছিন্নমূল মানুষ শীতে কষ্ট পাচ্ছে।” স্থানীয় দিনমজুর রুস্তম আলী বলেন, কুয়াশা ও শীত বাড়ছে আর কাম-কাজও কম।শীত থাইকা বাঁচতে, সরকার শীতের কাপড় ও কম্বল দিলে আমরা খুব শান্তি পেতাম।” এদিকে, শীত জেঁকে বসতে না বসতেই এদিকে শহরের অলিগলিতে, রাস্তার ধারে সকাল-সন্ধ্যায় বসতে শুরু করেছে নানান পিঠার দোকান। এসব দোকানে, পোয়া, চিতই ও ভাঁপা পিঠার স্বাদ গ্রহণের জন্য শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ ভিড় করছেন। শীতের কাপর ক্রায়ের জন্য দোকানে ভিড় করছেন না  বয়সের মানুষ। শীত পড়তে শুরু করায় বেচাকেনা বেড়েছে শীতের কাপড়ের বলে জানালেন কয়েকজন ব্যবসায়ী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত