আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:৩৩

যশোরে ছুরিকাঘাতে তাতীঁলীগ নেতা নিহত

যশোর অফিস।। যশোরে আব্দুর রহমান কাকন কে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন। তিনি যশোরের বারান্দি মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে।

বুধবার (১৭ই নভেম্বর) রাত পৌনে সাড়ে ১০ টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

মৃতের ছোট ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন। এ সময় একদল অজ্ঞত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে।

 

আব্দুল রহমান কাকনের মাতা জানান কাকনের বুকে একটি একটি আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তারা জানে না।

কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, আব্দুর রহমান কাকন বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জেরধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামীদের আটকের জন্য পুলিশের একাধিক টিক কাজ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত