আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৩২

যশোরে ছেলের লাঠির আ,ঘাতে প্রান গেলো পিতার।

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইকলাস মোল্লা উপজেলার বুধপুর গ্রামের বাসিন্দা এবং ইজাহার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাদকদ্রব্য সেবন নিয়ে সোমবার সন্ধ্যায় ইকলাস মোল্লার ছেলে তারেকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারেক বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যুপরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ইকলাস মোল্লাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত