আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:৩৬

যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে দুই যুবক মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত