আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০০

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ভ্যান চালকের।

যশোরের রুপদিয়ায় ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে।
সোমবার(২০ মে) সকাল সাড়ে ৯ টায় নরেন্দ্রপুর রোডে রেললাইনের পাশে। নিহত নিছার আলী নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল ৯,৩০ মিনিটে ইট বোঝাই ট্রাক সিলেট – ট ১১-০৫৮৫ রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করলেও গাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কোন প্রতিবাদ করতে পারেনি।
এ সময় গাড়ির ড্রাইভার মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে গাড়ির মালিকে রায়হান হোসেনের সাথে কথা বললে তিনি জানান নিহত নিছার আলী আমার গ্রামের লোক তার পরিবারের সাথে একটা সমঝোতা হয়েছে।

আরো সংবাদ