আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪১

যশোরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

যশোরে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৫৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ভোরের সাথী সংগঠনের সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আব্দুল হাকিমের ঘড়ির দোকান আছে। তিনি যশোরের ভোরের সাথী নামে সংগঠনের সদস্য। প্রতিদিনের মতো শুক্রবার সকালে খুব ভোরে হাটতে বের হন। হাটা শেষে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন। সকাল ৮টার দিকে রেলেগেট পার হচ্ছিলেন।

এসময় বেনাপোলগামী বেতনা ট্রেন যাচ্ছিলো। হটাৎ পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই হাকিমের মৃত্যু

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত