আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:১৩

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত।

যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৭৩) নিহত হয়েছেন। নিহতের নাম আকবর আলী (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিয়ালী গ্রামের মৃত সাজ্জাদের ছেলে। এ ঘটনায় ওই ট্রাকের ২৮ বছর বয়সী হেলপার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে রাত ১০ টা পর্যন্ত খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেন, যশোর রেলস্টেশন মাস্টার আইনাল হোসেন। পুলিশ জানায়, শনিবার রাতে চালক আকবর আলী কয়লা বোঝায় ট্রাক নিয়ে যশোরের দিকে আসছিলেন। রাত সাতটার দিকে মুড়লি রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আকবর আলী নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকের হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংয়ে গেটম্যান থাকলেও ঠিকমতো দায়িত্ব পালন করেন না। প্রায় সময় স্থানীয়রাই গেটটি বন্ধ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত