আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৮

যশোরে ট্রেন দুর্ঘটনা,গেটম্যান পলাতক।

যশোরের অভয়নগরে লেভেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অবহেলায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে ভাঙ্গাগেট লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক পথচারী আহত হয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা খুলনা-যশোর রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক ভাঙ্গাগেট লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ট্রাকের চালক ও হেলপার লাফিয়ে প্রাণ রক্ষা করেন। পরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনের ইঞ্জিন আঘাত করলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের চেষ্টায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর লেভেলক্রসিং থেকে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভাঙ্গাগেট একটি গুরুত্বপূর্ণ লেভেলক্রসিং। গেটম্যান আশিস কুমারের দায়িত্বে অবহেলা ছিল। যে কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাঙ্গাগেট লেভেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আশিস কুমারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা জানান, ট্রেন-ট্রাক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। ট্রেন ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরো সংবাদ