আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫৩

যশোরে ডিবির অভিযানে স্বর্ন উদ্ধার

যশোরে চোরাই সাড়ে চার ভরি সোনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) শহরের নীলগঞ্জের নিক্তি জুয়েলার্স থেকে এই সোনা উদ্ধার করা হয়। এসময় জুয়েলার্সটির মালিককে আটক করা হয়েছে। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, গত ২৫ জানুয়ারি শহরতলীর বালিয়াডাঙ্গায় বসবাসরত আনসার সদস্য ইমদাদুলের বাসায় চুরি হয়। চোর চক্র ওই আনসার সদস্যের বাসা থেকে নগদ টাকা, চার ভরির অধিক সোনার গহনা চুরি করে।

এঘটনায় অভিযোগ পেয়ে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের শহিদুল হকের ছেলে নুর ইসলামকে আটক করে। নুর ইসলাম ওই আনসার সদস্যের বাড়িসহ বিভিন্ন বাড়িতে চুরির কথা স্বীকার করেন।

আটক হওয়ার পর নুর ইসলাম পুলিশকে জানান, গত দশ বছর ধরে চুরি করা সব সোনা তিনি নিক্তি জুয়েলার্সের মালিক ধীরেণ অধিকারীর কাছে বিক্রি করেছেন। দোকানে সিসি ক্যামেরা থাকায় মালামাল নিয়ে দোকানের পেছন থেকে এসে তিনি মালামাল নিতেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->