আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩০

যশোরে ডিবির পৃথক অভিযানে গাঁজা,প্রাইভেট কার সহ কারবারি গ্রেপ্তার

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের ক্যাম্প বটতলা এলাকা থেকে মো. কালু মোড়লকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দিনের আরেক অভিযানে যশোর কোতোয়ালি থানাধীন ধোপাপাড়া নিমতলা বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আরো সংবাদ