যশোর জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের মাধ্যমে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে কোতয়ালী মডেল থানা থেকে ১ জন, শার্শা থানা থেকে ১ জন, বেনাপোল পোর্ট থানা থেকে ৩ জন, ঝিকরগাছা থানা থেকে ১ জন, অভয়নগর থানা থেকে ১ জন এবং মনিরামপুর থানা থেকে ১ জন।
আটককৃতরা হলেন-যশোরের খোলাডাঙা নতুনপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে জাফর ইকবাল (৪৬), শার্শা থানার বাগআঁচড়ার মৃত আব্দুল হামিদের ছেলে শামীম কবির (৩৯), মনিরামপুর থানার ভোমরদাহের শামছের আলী গাজীর ছেলে ইদ্রিস আলী (৪২), বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মজিবর মোড়লের ছেলে জাহাংগীর হোসেন মোড়ল (১৯), বেনাপোল কলেজপাড়ার মুজিবর রহমানের ছেলে মামুন (৩৮), ভবেরবেড়ের টিটুর ছেলে ইয়াসিন হোসেন (২০), ঝিকরগাছা থানার উজ্জলপুর গ্রামের জামিন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৩৮), অভয়নগর থানার নাউলী গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে রানা বিশ্বাস (৩৫)।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।