আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:১৬

যশোরে তেল কম দেওয়ায় পাম্প মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা।

ওজনে কম দেয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়স্থ মেসার্স মোরশেদ ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে। ভ্রাম্যমা আদালতের অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। অভিযানে সত্যতা পেলে পাম্পের ম্যানেজার মো, ফারুক হোসেনকে এ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি অন্যান্য কর্মকর্তা ও ছাত্রপ্রতিনিধিরা। ভুক্তভোগী পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে আলী আশরাফ নামে এক ব্যক্তি বলেন, পাম্পটি দীর্ঘদিন ধরে পেট্রোল-ডিজেল ওজনে কম দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এদিন সকালে একজন ১২৫০ টাকা মূল্যের ১০. ৩০ লিটার পেট্টোল ক্রয় করেন। তাকে পেট্টোল কম থাকায় স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে ওজনে কম দেয়ার অভিযোগে ৪০হাজার টাকা জরিমানা করে। পাম্পের ম্যানেজার ফারুক হোসেন ও নজেলম্যান হৃদয় আহম্মেদ বলেন, গ্রাহক পেট্টোল ক্রয়ের প্রায় ৩০মিনিট পর কিছু লোকজনসহ ফেরত এসে মাপে কম দেয়ার অভিযোগ করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত