আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪৩

যশোরে ত্রিভূজ প্রেমের জ্যামিতিতে যুবক খুন! 

নাঈম সাব্বির : যশোরে দূবৃত্তদের ছুরিকাঘাতে রনি হোসেন বাবু (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রনি শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় কম্পাউন্ডে অবস্থিত কালেকটরেট পার্কে এঘটনা ঘটে। আহতের বান্ধবী ইভা আক্তার রত্না বলেন, ‘আমার বন্ধু রনির সঙ্গে শুক্রবার বিকেলে কালেকটরেট পার্কে বসে গল্প করছিলাম। এ সময় তিন যুবক এসে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। নিহত রনির বন্ধু আকতার হোসেন বলেন, ‘আমি এবং আমার বন্ধু রনি ও তার প্রেমিকা রত্না কালেকটরেট পার্কে বসে কথা বলছিলাম। এসময় শঙ্করপুর রেললাইন এলাকার ফিরোজ হোসেনসহ তিনজন মিলে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্য হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান শুক্ৰবার সাড়ে ছয় টার দিকে মৃৃত ঘোষনা করে বলেন, রক্তনালি কেটে যাওয়ার কারনে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে তার মৃৃত্যু হয়েছে। কোতয়ালী থানার এসআই আসাদুর রহমান বলেন, রনি নামে এক যুবককে ফিরোজ নামে এক সন্ত্রাসী তার লোকজন নিয়ে ছুরি মেরেছে বলে শুনেছি। আমি খবর শুনে হাসপাতালে এসেছি। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে,এ ঘটনায় বান্ধবি ইভাকে আটক করেছে পুলিশ।

আরো সংবাদ