বর্তমান সরকারের আমলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে যশোরে বুথ উদ্বোধনকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক : মোহম্মদ শামস্-উল ইসলাম।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় অগ্রণী ব্যাংক লিমিটেডের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব বলছে, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। ক্রমেই আমাদের দেশের মানুষের আয় বাড়ছে, দারিদ্র কমছে। এর পেছনে অবদান রয়েছে দেশের ব্যাংকিং সেক্টরের।
তিনি বলেন, পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প সমপন্ন হচ্ছে দেশের টাকায়। অগ্রণী ব্যাংক পদ্মা সেতু নির্মাণে একশ কোটি ডলার সহায়তা দিয়েছে। এখন ডিজিটাল যুগ। বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রণী ব্যাংককেও ডিজিটার করা হচ্ছে। ইতিমধ্যে ৯৫৮টি শাখাকে আমরা অনলাইনের আওতায় নিয়ে এসেছি। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী হয়ে ব্যাংক কর্মকর্তাদের ভালো ব্যবসা করতে হবে। লোকসানের বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসা ছাড়া আর কোন উপায় নেই।
অগ্রণী ব্যাংকের যশোরাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো: শরিফুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আনিসুর রহমান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) এএম আবিদ হোসেন, খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক মো: আনোয়ারুল ইসলাম, যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউ সিইএ ফুডসের স্বত্ত্বাধিকারী শ্যামল দাস প্রমুখ।
এটিএম বুথ উদ্বোধনের পর প্রধান অতিথি খুলনা বিভাগের ব্যাংক কর্মকর্তাদের নিয়ে যশোরের অভিজাত হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে মতবিনিময় করেন।
খানজাহান আলী 24/7 নিউজ / যশোর প্রতিনিধি ।