আজ - মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৫

যশোরে ধ,র্ষনের অভিযোগে আটক ছাত্রদলের ২ নেতাকে দল থেকে বহিস্কার।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক দুই ছাত্রদল নেতাকে বহিস্কার করেছে যশোর জেলা ছাত্রদল। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। বহিস্কৃতরা হলেন, ঝিকরগাছার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত। ছাত্রদলের তাৎক্ষনিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গদখালি বাজার এলাকায় এক তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে ওই দুই ছাত্রদল নেতাসহ বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন এবং পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমানকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার তরুণী নিজেকে রক্ষা করতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। এরপর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসলেও ওই দুইজনকে ছাত্রদলের সকল সদস্যপদ থেকে বহিস্কার করা হয়।

আরো সংবাদ