আজ - বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৩৭

যশোরে নতুন ৯৭ জন আক্রান্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

যশোরে হাজার ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের পজিটিভসহ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। এ সময় জেলায় এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগারের প্রকাশিত রিপোর্টে জেলায় ৪ জনের ফলোআপসহ ৬৮ জনের করোনা পজিটিভ হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু জানিয়েছেন, ‘জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জনের ফলোআপসহ মোট ৩৩ জন পজিটিভ সনাক্ত হয়েছেন। এছাড়া অভয়নগরে ২ জনের ফলোআপসহ মোট ৪ জন পজিটিভ, ৬ জন মণিরামপুর উপজেলার, শার্শায় ১২ জন, চৌগাছা উপজেলায় ৪ জন, ঝিকরগাছা উপজেলায় ৫ জন, কেশবপুর উপজেলায় ৩ জন এবং বাঘারপাড়া উপজেলায় ১ জন রয়েছেন। এনিয়ে যশোর মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮ জনে। নতুন একজনসহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ সময় সুস্থ হয়ে উঠেছেন ৫শ’ ৩২ জন। বর্তমানে ৫শ’ ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানিয়েছেন, সোমবার প্রতিষ্ঠানের ল্যাবে প্রকাশিত ফলাফলে যশোর জেলার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৮ জনের, মাগুরার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া বাগেরহাটের ১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে এদিন সর্বমোট ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৯৭ জনের করোনা পজিটিভ এবং ১৫২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
আক্রান্তদের মধ্যে জেলায় সদর উপজেলায় ফলোআপ ২ জনসহ মোট ৩৩জন রয়েছেন পজিটিভ। তারা হলেন, শহরের রায়পাড়া এলাকার আনোয়ারুল করিম (৬৭), একই এলাকার আরিফ হোসেন (৪৭) ও ফারজানা সুলতানা (২৮), শহরের টালিখোলা এলাকার রানি বেগম (৫৫), পুলিশ লাইন এলাকার মাহফুজা সিদ্দিক (৬৩), পুরাতন কসবা এলাকার আসাদুজ্জামান (৫৫), কেন্দ্রিয় কারাগারেররক্ষী কামরুজ্জামান (৪৭), মাহমুদুজ্জামান (৪৩), উপশহর এলাকার ফিরোজা বেগম (৫৭), আজিজুর রহমান (৩০), মোস্তফা (৬০), মাসুদুর রহমান (৫৫), শামসুজ্জামান (৩৮), শহরের বেজপাড়া মেইন রোড এলাকার মৃত শর্মিলা মুজুমদার (৫০), হালিমা বেগম (৬৫), কিয়াম হোসেন (৭০), আব্দুল কাদের (৪৭), মীর কাশেম (৪৭), আব্বাস হোসেন (৫৩), ঘোপ জেল রোড এলাকার মাহাফুজুর রহমান (৩২), রোহিদ (৪৮), মামুন (৩৯), লোন অফিস পাড়ার আমিনুল (৫০), যশোর র‌্যাব-৬ এর সদস্য কামরুজ্জামান (৫৭), সাজেদা বেগম (৫০), ফারহানা (৩০), রূপদিয়া এলাকার নারায়ণ (৩৭), ময়নুল (৪২), শহরের কারবালা এলাকার ফয়সল (২৪), শহরের পুলিশ লাইন এলাকার ডা. ফাহমিদা (২৬), একই এলাকার সুজা উদ্দিন (৩৯), শহিদুল ইসলাম (৫০), ও ইস্কান্দার আলী (৫০)।
শার্শা উপজেলায় আক্রান্ত ১২ জন হলো, উপজেলা পরিষদের এমএম মামুন (৩৪), এলজিইডি অফিসের তোফাতুল জান্নাত, নাসির উদ্দিন (৫২), রোকেয়া সুলতানা (৫৫) ও তাবাসুম (২১), বেনাপোল এলাকার সিএন্ডডিএফ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৩৮), পরিচয় পাওয়া যায়নি সোহানা মন্ডল (৩১), রাশেদা হোসেন (৫৫), আলতাফ হোসেন (৫৮), ইমরান হোসেন (৫০), রবিউল ইসলাম (৬০) এবং জসিম (৩৮)।
মণিরামপুর উপজেলায় আক্রান্ত ৬ জন হলেন, কামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের জহির উদ্দিন (৪০), পরিচয় পাওয়া যায়নি জালাল উদ্দিন (৪০), রাজু আহম্মেদ (৩০), ফিরোজা খাতুন (৩৩), রোজিনা খাতুন (৪০) এবং বেলায়েত হোসেন (৬৫)।
ঝিকরগাছা উপজেলার আক্রান্ত ৫ জনের মধ্যে রয়েছেন পৌরসভার হারুন অর রশিদ (৫৮), পরিচয় পাওয়া যায়নি তহিদুল ইসলাম (১৮), ইব্রাহিম খলিল (২৫), এসকে গোলাম আযম (৪৩), এবং রেশমা (৪৮)।
অভয়নগর উপজেলার ২ জন ফলোআপসহ আক্রান্ত ৪ জন হলেন, নওয়াপাড়া ৬নং ওয়ার্ডের গণি সরকার (৬৫), গুয়াখোলা গ্রামের রেহেনা বেগম (৪৮), মোল্লাহ আনোয়ারুল ইসলাম (৬৫) এবং রাজু আহম্মেদ (৪০)।
চৌগাছা উপজেলার হাসান আলী (৫৫), নজরুল ইসলাম (৭৫), জাহাঙ্গীর আলম (৩৫) এবং লাবনী (৩২)।
কেশবপুর উপজেলায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, মমিনুল করিম (৪০), ফারুক হাসান (৩২) এবং জোহরা বেগম (৫০)। এছাড়া বাঘাপাড়া উপজেলায় আক্রান্তদের মধ্যে রয়েছেন দেবীনগর গ্রামের পরেশ (৫০)। নতুন আক্রান্তদের হোম আইসোলেশনের আওতায় নিয়ে বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত