আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২২

যশোরে নাশকতা মামলায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী আটক।

যশোরে নাশকতার মামলায় আওয়ামী লীগের তিন কর্মী সমর্থককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে শহরের পালবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলার গোলাম রসুলের ছেলে নিশান সরদার, পালবাড়ির গাজীরঘাট রোডের মৃত ইসাহাক মোল্লার ছেলে জিকরুল আলম মুকুল এবং শার্শা উপজেলার সোনাতনকাটি গ্রামের মৃত দীন আলী মোড়লের ছেলে আব্দুল খালেক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-চুকনগর সড়কের কানাইতলা এলাকায় বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নাশকতার চেষ্টা করেন আওয়ামী লীগের কয়েকজন সমর্থক। ওই সময় তারা বোমা বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলে স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলাটির তদন্ত চলাকালে ওই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->