আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫০

যশোরে নিষিদ্ধঘোষিত ‘আনসার আল ইসলামের’ সদস্য গ্রেফতার

যশোরে হাবিবুল্লাহ আল হেলাল নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ক্যাম্প সদস্যরা। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে। গ্রেফতার হেলাল জেলার মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গাইনপাড়ার শাহিনুর রহমানের ছেলে

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শাহিনুর ইসলাম বুধবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুলাই দিবাগত রাত পৌনে ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনেটোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মণিরামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর ১৭/২০.০৭.১৯) রয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুল্লাহ্ আল হেলাল নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য বলে স্বীকার করেছে। তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ