আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৪

যশোরে ‘নৃত্যশিল্পীর’ লাশ উদ্ধার

যশোরে এক ‘নৃত্যশিল্পীর’ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের কাজীপাড়া কাঠালতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রিনি (২২)। তিনি কাঠালতলার সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন।

যশোর কোতয়ালী থানার এসআই হারুনুর রশিদ বলেন, শহরের পুরাতন কসবা কাঠালতলায় সিরাজুল ইসলামের বাড়ির ছয়তলা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ফ্যানের সাথে ঝুলছিল। পরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিনি একাই থাকতেন বাসটিতে। ঘরের ভেতর তেমন কোনো মালামাল নেই।

বাড়ির মালিক সিরাজুল ইসলামের স্ত্রী রিনা বেগম বলেন, আমি গ্রামে ছিলাম। মোবাইলে চতুর্থ তলার ভাড়াটিয়া কল দিয়ে এই ঘটনা জানান। তড়িঘড়ি করে বাসায় আসি। তার আগেই পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত