আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৪৯

যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে খুনের ঘটনায় থানায় মামলা

যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে বিল্লাল হোসেন খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাতে সদর উপজেলার গাইদগাছি গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনার পর ২৮ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ছেলে মানিক হোসেনকে।
নিহতের দ্বিতীয় স্ত্রী রুনা বেগম মামলায় উল্লেখ করেছেন, তিনি দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রোজিনা খাতুন স্বামী বিল্লাল হোসেনের সাথে দীর্ঘ ২৪ বছর সংসার করার পর তাদের বনিবনা না হওয়ায় ২০১৮ সালে রোজিনা সংসার না করে চলে যায়। চলে যাওয়ার ৫/৬মাস পর তাকে (রুনা বেগম) বিয়ে করে। বিল্লাল হোসেন ও মানিক হোসেন একই সাথে নওয়াপাড়া কয়লার ডিপোতে শ্রমিক হিসাবে করতো। একই জায়গায় কাজ করার সুবাদে তাদের মধ্যে টাকা পয়সা লেনদেন হতো। তারা একই বাড়িতে পাশাপাশি দুই ঘরে বসবাস করতেন। মানিক হোসেন তার বাবা বিল্লাল হোসেনের কাছ থেকে গত ১৩ ডিসেম্বর ১ হাজার টাকা ধার নেয়। ওই টাকা ২৫ ডিসেম্বর চাওয়া নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে বাদীর স্বামী বিল্লাল হোসেন ছেলে মানিক হোসেনের ঘরে বৈদ্যুতিক ফ্লাগ লাগানোর জন্য প্রবেশ করে। তাদের মধ্যে তর্কবির্তকের জের ধরে বিল্লাল হোসেন কোন কিছু বুঝে ওঠার আগেই মানিক তার মাথার পিছনে ও মুখে ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে মারা যান।

আরো সংবাদ