আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:১৭

যশোরে পুলিশকে মেরে নাক ফাটিয়ে দেওয়া ছাত্রদল নেতা শাওন বহিস্কার।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন । যা ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যশোর সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় শহরের দড়াটনায় ল্যাব এইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত